মেহেরপুরের গাংনীতে টাকার বদলে বিষ মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্বপন আলী, গাংনী,প্রতিনিধি
মেহেরপুরে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী মিজানুর রহমান।
গতকাল বিকেলে জাতীয় সাংবাদিক সংস্থা, মেহেরপুর জেলা শাখার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন।
জেলার গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামের মিজানুর রহমান লিখিত অভিযোগে উল্লেখ করেন, কয়েকটি আঞ্চলিক দৈনিক ও অনলাইন নিউজ পোর্টাল তাকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করেছে। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, গাংনী উপজেলার হাড়াভাঙ্গা পশ্চিম পাড়ার প্রবাসি জিয়ারুল ইসলামের স্ত্রী রেক্সোনা আমাকে কোন টাকা পয়সা দেয় নাই বরং আমিই তার কাছে দোকানের বকেয়া পাই । রেক্সোনা অন্যান্য অনেকেই টাকা দিয়েছেন বলে জানান কিন্তু সেগুলো মিথ্যা। স্বামী বিদেশে থাকতে পাঠানো টাকা কাকে দিয়েছে বা কোথায় খরচ করেছেন এমন হিসাব স্বামীর কাছে মিলাতে পারেনি । এমতবস্থায় অমুককে দিয়েছেন, তমুককে দিয়েছেন বলে বাহানা করছেন। আমাকে কনট্যাক্টটে ২ লাখ টাকা দিয়েছেন বলে এমন অভিযোগ করেন । এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এমতবস্থায় স্থানীয় কিছু কুচক্রী মহলের পরামর্শে আমাকে সমাজে হেও প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লাগে রেক্সোনা । রেক্সোনা আমার কাছে কোন প্রকার টাকা পয়সা পাবেনা। তাকে আমি বিষ পানের কথাও বলিনাই কিন্তু সে তার মা ও চাচীদের পরামর্শে আমাকে ফাঁসানোর জন্য দোকানে এসে বিষ পানের ঘটনা ঘটায়। জানিনা ওটা আসলে বিষ ছিল নাকি অভিনয়। তবে যেটাই হোক এ নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহিন সংবাদ পরিবেশন মোটেই ঠিক হয়নি। মিজানুর রহমান তিনি তার লিখিত বক্তব্যে বলেন, যেসব সংবাদপত্র ও অনলাইন নিউজ পোর্টাল মিথ্যা সংবাদ প্রচার করে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।