মেহেরপুর জেলা পরিষদ কর্তৃক সেলাই মেশিন বিতরণ

হাজী সাইফুল ইসলাম, মেহেরপুর জেলা প্রতিনিধিঃ বুধবার মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদ মোরশেদ অতুল এর নিজ এলাকা মেহেরপুর জেলার ১১ নম্বর ওয়ার্ড কাথুলী এবং সাহারবাটি ইউনিয়নের গরীব, দুস্থ, অসহায়, বিধবা স্বামী পরিত্যাক্তা সর্বমোট ৩৬ জনকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ গোলাম রসুল প্রধান অতিথির আসন অলংকৃত করে সেলাই মেশিন ভুক্তভোগীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। হাজী মোঃ গোলাম রসুল সাহেব পূর্বে একজন করোনা যোদ্ধা হিসেবে এবং মানবতার সেবক হিসাবে মেহেরপুরে নজির সৃষ্টি করেছেন করোনা কালীন সময়ে নিজের জীবন বিপন্ন করে গাংনী, মেহেরপুর, মুজিবনগর বামন্দি প্রত্যন্ত অঞ্চলে হ্যান্ড স্যানিটাইজার মাক্স ও সাবান নিয়ে মানুষের কাছে দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন। এবারে মানবতার মা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে মেহেরপুর জেলা পরিষদের মাধ্যমে সর্বমোট ১০০০ সেলাই মেশিন পর্যায়ক্রমে গরীব দুস্থ অসহায় প্রতিবন্ধীদের মাঝে নিজ ক্ষমতায় সেলাই মেশিন চালিয়ে অর্থ উপার্জন করে সংসার চালাতে পারে সেই পরিকল্পনা মোতাবেক সেলাই বিতরণ করেন।

বক্তব্যে আরও বলেন, করোনা এখনো দেশ থেকে নির্মূল হয়ে যায় নি। তাই আমাদেরকে এখনো সতর্ক থাকতে হবে সরকারি বিধিনিষেধ মেনে চলতে হবে মাক্স পড়ে সব সময় রাস্তায় বেরোতে হবে যারা এখনো করোনা ভ্যাকসিন টিকা গ্রহণ করেন নি, অতি দ্রুত তাদের টিকা নেওয়ার পরামর্শ দেন ।

সেলাই মেশিন প্রাপ্ত ভুক্তভোগীরা হলেনঃ ১ / রুমা খাতুন সাহারবাটি ভাটপাড়া মেহেরপুর ২/ শ্যামলী আক্তার সাহারবাটি ভাটপাড়া ৩/ মৌসুমী আক্তার সাহারবাটি ভাটপাড়া ৪/ সেলিনা খাতুন সাহারবাটি ভাটপাড়া ৫/ হীরা খাতুন সাহারবাটি ভাটপাড়া সোনিয়ারা খাতুন সাহারবাটি ভাটপাড়া ও আরো অনেকে।

এসময় আরো উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব তৌহিদ মোর্শেদ অতুল। অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনায় ছিলেন জেলা পরিষদের গোপনীয় শাখার অফিস সহকারী শাহীন ইকবাল।