যশোরে করোনা শনাক্তকরণের হার নেমে ৫ঃ%, মৃত্যু ৪

উৎপল ঘোষ, (ক্রাইম রিপোর্টার) যশোরঃ করোনা আক্রান্ত হয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে।

পরীক্ষা বিবেচনায় আজ করোনা শনাক্তের হার ৫ শতাংশ।
মৃতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন।যাদের বয়স ২২ থেকে ৬৫ বছরের মধ্যে। তারা ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা ও যশোরের বাসিন্দা।

আজ (১২ সেপ্টেম্বর) সকালে যশোর জেনারেল হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম এই তথ্য নিশ্চিত করে বলেন, হাসপাতালের রেড জোনে ভর্তি রয়েছেন ৩০ এবং ইয়েলো জোনে ১৭ জন। গত ২৪ ঘণ্টায় রেড জোনে একজন এবং ইয়েলো জোনে ১৭ জন ভর্তি হয়েছেন।

যশোরের সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ রনি জানান, আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারসহ তিনটি প্রতিষ্ঠানে ২৬৩টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ৯ শতাংশ।