রাজারহাটে পারিবারিক কলহের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত ৪, থানায় মামলা

ইব্রাহিম আলম সবুজ, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ রাজারহাটে পারিবারিক কলহের জের ধরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সুত্রে ও অভিযোগ সুত্রে জানা যায়, রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর চৌকিদার পাড়ার গ্রামের মোঃআজিজুল হকের পুত্র আনোয়ার হোসেনের সাথে একই গ্রামের মৃত আজিজার রহমানের পুত্র মিজানুর রহমান লিটনের দীর্ঘ দিন থেকে পারিবারিক ঝগড়া কলহ চলে আসছিলো।গত ১৯ শে এপ্রিল সোমবার সকাল ৯ঃ০০ঘটিকায় মিজানুর রহমানের নেতৃত্বে ১৪/১৫ জন স্বশস্ত্র সন্ত্রাসী বাহিনী পূর্বপরিকল্পনা অনুযায়ী আনোয়ার হোসেনের বাড়িতে অতর্কিত হামলা করে ঘর বাড়ির ব্যাপক ভাংচুর করে নগদ টাকা হাতিয়ে নেন।সন্ত্রাসীদের বেপরোয়া হামলায় আনোয়ার হোসেন সহ তার মা,ভাতিজী, ভাই ও ছেলের বউ গুরুতর জখম হয়।আনোয়ার হোসেনের মা ও ভাতিজী গুরুতর আহত হওয়ায় তাদেরকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কম্প্রেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।এঘটনায় আনোয়ার হোসেন বাদী হয়ে রাজারহাট থানায় মিজানুর রহমান কে প্রধান আসামি করে ১৫জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।এব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার বলেন আনোয়ার হোসেনের অভিযোগ টি আমলে নিয়ে নিয়মিত মামলা রুজু করি,মামলা নং ৪/২১