রাস্তা তো নয়, যেন পুকুর

আল-আমিন শেখ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের কাগুজিপাড়া বাজার সংলগ্ন রাস্তা একটু বৃষ্টি হলেই জনসাধারণের চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।

সরেজমিন দেখা যায়, দীর্ঘ দিন ধরে ৪শ ফুট রাস্তা বৃষ্টির পানিতে তলীয়ে আছে। এলাকাবাসী সড়কে চলাচলের জন্যে টাকা তুলে ভাঙা ইট দিয়ে চলাচলের ব্যবস্থা করলেও তাহা কয়েক দিনে মাটির সাথে মিশে যায়।

এলাকাবাসী জানান, দুই বছর যাবত বর্ষাকাল এলেই এই রাস্তাটিতে হাঁটু পর্যন্ত পানি হয়। চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানিয়ে ভরপুর হয়ে উঠে। যখন সামান্য বৃষ্টিতে পানি জমে তখন বুঝার কোনো উপায় থাকেনা এটা রাস্তা না পুকুর। ফলে রাস্তা দিয়ে স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীসহ জনসাধারণের চলাচল অনুপযোগী হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা লাল মিয়া জানান, বর্ষাকাল এলেই জনবহুল এই সড়কে হাঁটু পরিমাণ পানি হয়ে চলাচলের জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। সড়কটি দীর্ঘ দিনে ধরে মেরামত না করায় আমাদের চলাচলের খুব সমস্যা। পাকা রাস্তা থাকলেও পা পানিতে লাগান ছাড়া হাটা যায় না। এ রাস্তাটি মেরামতের জন্য ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের দ্বারে-দ্বারে ঘুরেও কোন লাভ হয়নি। তাই জনবহুল এ এলাকার এ সড়কটি দিয়ে উপজেলার শিল্প এলাকা বল্লা-রামপুর এলাকাতে শত শত কাপড় ব্যবসায়ীরা এরাস্তা দিয়ে মালামাল নেয়া-আনা করতে পরিমানের চেয়ে বেশি টাকা গুনতে হয়, সময়ও বেশি লাগে।

বল্লা করনেশন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী জাহানারা বলেন, একটু বৃষ্টি হলেই কাঁদা পানিতে রাস্তাটি একাকার হয়ে যায়। ফলে আমাদের মত শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া-আসা খুবই কষ্ট হয়ে পড়ে। কখনো কখনো বিদ্যালয়ে যেতেই পারি না। কাজেই রাস্তাটি কাজ করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই।

এ বিষয়ে টাঙ্গাইল প্রকৌশলি উপশহকারী ইনঞ্জিনিয়ার মো: আব্দুল মান্না জানান, কাগুজিপাড়ার বিষয়ে জানা নাই, আপনার মাধ্যমে জানলাম আমরা দেখার জন্যে লোক পাটাবো দেখে ব্যবস্থা নিবো। বালিয়াটার বিষয়ে আমারা অবগত আছি তাড়াতাড়িই কাজ করার ব্যবস্থা করবো।