লালমনিরহাটে স্বাস্থ্য বিধি মেনে গণপরিবহন চালাতে শ্রমিকদের বিক্ষোভ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলায় কর্মরত বাস, মিনিবাস ও মাইক্রো বাস শ্রমিকরা।রোববার (২ মে) দুপুরে জেলা বাস, মিনিবাস শ্রমিকদের আয়োজনে কেন্দ্রীয় বাস ট্রার্মিনালে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।বিক্ষোভ মিছিল শেষে শ্রমিক নেতারা বলেন, দীর্ঘদিন থেকে বাস চলাচল বন্ধ। এতে অনেক শ্রমিক কর্মহীন হয়ে পড়ছে এবং খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। এসময় তারা সরকারের কাছে আবেদন করে বলেন, অনতিবিলম্ব স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু করা হোক। যদি বাস চালু করা না হয় ঈদের আগেই ছেলে, সন্তান, বউ পরিবার সহ রাস্তায় এসে দাঁড়াতে হবে আমাদের।এসময় শ্রমিক নেতারা বলেন, চলমান লকডাউনের মেয়াদ বাড়ানো হলেও স্বাস্থ্যবিধি মেনে শপিংমলসহ অনেক প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। চাইলে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনও চালু করা সম্ভব।বাস শ্রমিক বাদশা মিয়া বলেন, সকল গণপরিবহন বন্ধ থাকায় বাস,মিনিবাসে কর্মরত শ্রমিকরা অতি কষ্টে আছে। সকল শ্রমিকদের আয়ের উৎস একেবারে বন্ধ। তাই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করছি আসছে ঈদ উপলক্ষে হলেও স্বাস্থ্যবিধি মেনে গনপরিবহন চালু করা হোক।