লেখক মুশতাকের মৃত্যু : স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদকঃ লেখক মুশতাক আহমেদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গ্রেপ্তারকৃত সাতজন ছাত্রনেতার নিঃশর্ত মুক্তির দাবিতে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ মিছিলে বাধা প্রদান করেছে পুলিশ বাহিনী।

আজ সোমবার (০১ লা মার্চ) দুপুর ১২ টার দিকে টিএসসি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলে প্রগতিশীল ছাত্র সংগঠনের ব্যানারে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র মৈত্রী ও পাহাড়ি ছাত্র পরিষদের দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিলটি দোয়েল চত্বর হয়ে সচিবালয়ের দিকে যেতে থাকলে পথিমধ্যে শিক্ষা ভবনের কাছে আটকে দেওয়ার চেষ্টা করে পুলিশ। তবে মিছিলটি শেষ পর্যন্ত সচিবালয়ের সামনে গিয়ে সড়কে অবস্থান নেয় এবং সেখানে বিক্ষোভ করেন বামপন্থী ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা। এর আগে এই কর্মসূচিকে ঘিরে সচিবালয়ের চারপাশে বাড়ানো হয় পুলিশের উপস্থিতি।

উল্লেখ্য যে, মুশতাকের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার থাকা ব্যক্তিদের মুক্তি এবং আইন বাতিলের দাবিতে এই কর্মসূচির ডাক দেয়।