লোহাগাড়া কর্মকার পাড়ায় সরস্বতী মায়ের পূজা পালিত

অমিত কর্মকার, লোহাগাড়া প্রতিনিধি ঃচট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কর্মকার পাড়ায় ১৬ ফেব্রুয়ারী (মঙ্গলবার)স্বস্থ্যবিধি মেনে নানা আয়োজনের মধ্যে দিয়ে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। সকাল থেকে ঢাক-ঢোল-কাঁসর-শঙ্খ ও নারীদের উলুধ্বনিতে মুখরিত হয় ওঠে পূজামন্ডপ। প্রতিবছর শুল্ক পক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবী মা সরস্বতীর পূজা করা। আজ সকাল হতে উপবাস থেকে মন্ত্র উচ্চারণের মাধ্যমে ফুল, বেল পাতা ও দুর্বা দিয়ে পূষ্পাঞ্জলি দেয় বিদ্যাধিষ্ঠাত্রী মা সরস্বতীর চরণে। মা সরস্বতী জ্ঞানদায়িনী বিদ্যাদেবী সরস্বতী শ্বেতশুভ্র বসনা। তাঁর এক হাতে বীণা অন্য হাতে বেদপুস্তক। বিদ্যাদেবীর কৃপালাভের আশায় লোহাগাড়া কর্মকার পাড়ায় ও মা সরস্বতী পূজা উদযাপন করা হয়। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানান পুণ্যার্থীরা।হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী সরস্বতী পূজা। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী ভক্তদের মানবীয় চেতনায় উদ্দীপ্ত করতে প্রতিবছর ধরাধামে আবির্ভূত হন। বিদ্যা ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা করবে মর্ত্যের ভক্তকুল।