শুরু হয়েছে পাকিস্তানের সংসদ অধিবেশন

নিজস্ব প্রতিবেদকঃ
সর্বপ্রথম পবিত্র কোরআন শরিফ থেকে তেলাওয়াত, এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন ও ফাতেহা পাঠের মধ্য দিয়ে পাকিস্তানে শুরু হয়েছে সংসদ অধিবেশন। নানা নাটকীয়তার পর দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির এই অধিবেশন শুরু হলো।

শনিবার (০৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায়) এই অধিবেশন শুরু হয়। আজকের অধিবেশনটির সভাপতিত্ব করছেন স্পিকার আসাদ কাইসার।

সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী, শনিবার পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশন আহ্বান করতে বাধ্য হন জাতীয় পরিষদের স্পিকার। ফলে প্রধানমন্ত্রী ইমরান খানকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অনাস্থা ভোটের মুখোমুখি হতে হচ্ছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব বাতিল ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে পার্লামেন্ট পুনর্বহালেরও নির্দেশ দেন বিচারপতিদের পাঁচ সদস্যের বেঞ্চ।