শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন করলেন খুলনার ফুলতলা উপজেলাবাসী

রাজিবুল হক রনি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৮তম জন্মদিন আজ। ১৯৬৪ সালের এ দিনে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড থেকে সেদিনের অবুঝ শিশু রাসেলও রেহাই পাননি। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা সেদিন বঙ্গবন্ধুর উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তাই নরপশুরা নিষ্পাপ শিশু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শেখ রাসেলকেও রেহাই দেয়নি। মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী- এ বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসাবে পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য-‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস।’

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা জেলার প্রতিষ্ঠিতা সভাপতি কাজী মনিরুল ইসলাম মনির এর নেতৃত্বে খুলনা জেলার প্রতিটি উপজেলায় শেখ রাসেলের শুভ জন্মদিন পালিত হচ্ছে।এরই ধারাবাহিকতায় আজ ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে ১৮অক্টোবর শহীদ শেখ রাসেলের শুভ জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয় পরে কেক কাটা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরদার শাহাব উদ্দিন জীপ্পি সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ ফুলতলা উপজেলা,বিশেষ অতিথি মোঃ আসলাম খান সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ফুলতলা উপজেলা, এস মোনাল হাজরা যুগ্মসাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ফুলতলা উপজেলা, আবু তাহের রিপন যুগ্মসাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ফুলতলা উপজেলা,সভাপতিত্ত করেন মোঃ মাহাবুব বিশ্বাস শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ফুলতলা উপজেলা সভাপতি,সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কাজী জহির রায়হান সাধারণ সম্পাদক শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ফুলতলা উপজেলা,এস কে আলি ইয়াসিন যুবলীগের সভাপতি, ফুলতলা ইউনিয়ন সাখা।