সিরাজগঞ্জে অবৈধভাবে মা ইলিশ আহরণকারী ১৪ জেলের কারাদণ্ড

আব্দুর রহমান, সিরাজগঞ্জ থেকেঃ সিরাজগঞ্জ বেলকুচি ও চৌহালী উপজেলায় অবৈধভাবে মা ইলিশ আহরণকারী ১৪ জেলের কারাদণ্ড। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীর চরবেল, মেহেরনগর পয়েন্টে অবৈধভাবে মা ইলিশ আহরণকারী ৮ জেলেকে ও চৌহালী উপজেলার যমুনা নদীর স্থল, ঘোড়জান, বোয়ালকান্দি পয়েন্টে ৬ জেলেসহ মোট ১৪ জেলেকে ১০ দিন করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার (১৫ অক্টোবর) দুপুর থেকে রাতব্যাপী অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ১৪ জেলেকে ১০ দিন করে কারাদন্ড দিয়েছেন। এ সময় ২৩০০০ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় ও ৭ কেজি মা ইলিশ স্থানীয় এতিম খানায় বিতরন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা,চৌহালী সহকারী মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন।