সিরাজদিখানে জৈনসার ইউনিয়ন হেফাজত কর্মীদের অত্যাচারে গ্রামবাসী ও জাতীয় শ্রমিক লীগ নেতার থানায় অভিযোগ

নাদিম হায়দার, ব্যুরো প্রধান মুন্সীগঞ্জঃ সভাপতি অসহায় দিন কাটাচ্ছেন। ঐ গ্রামে গিয়ে যানা যায় , হেফাজতে ডাকা হরতালে গ্রামের ছোট, বাচ্চাদের নিয়ে যেতে চায় হেফাজত নেতা নাজিম শেখ,শাহাবুদ্দিন খান ও তার দলবল এতে বাধা দেয়ার চেষ্টা করেন জৈনসার ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগ সভাপতি রুবেল শেক ও গ্রামের কিছু মুরুব্বি এতে হেফাজত নেতা নাজিম শেখ ও শাহাবুদ্দিন খান ক্ষিপ্ত হয়ে রুবেল শেক ও গ্রামের  মুরুব্বিদের শাষিয়ে বলেন তোদের দেখে নিবো বলে হরতালে চলে যায় নিমতলায় মাওয়া রোডে সেখানে তারা ব্যপক পিকেটিং করে ও পুলিশের উপর হামলা করে। এলাকায় আসার পর নাজিমুদ্দিন ও শাহাবুদ্দিন খান  তাদের নানান ভাবে ভয় দেখাতে থাকে এতে রুবেল শেক ও গ্রামবাসী ভিষণ ভয়ে ভয়ে দিন কাটায় শেষে তারা টিকটে না পেরে রুবেল শেক বাদী হয়ে থানায় অভিযোগ করেন অভিযোগে এতে আসামী করা হয়। নাজিম শেক,সোহেল শেক, শাহাবুদ্দিন খান,বাবুল শেখ, একলাছ শেখ, ইলিয়াছ মোল্লা আক্কাছ,বাতেন শেখ,শাহাআলম,, সোবাহান শেখ,তাহের তালুকদার, জামাল শেখ,আলামিন, আলি মোড়ল শেষ খবর পাওয়া পযন্ত রুবেল শেক এর অভিযোগটি মামলায় রুজুর প্রক্রিয়া চলছে।