সিরাজদিখানে হাসাড়া হাইওয়ে থানা পুলিশের ওপেন হাউস’ডে অনুষ্ঠিত

ইমরান হোসেন, সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: “নিরাপদ ও সুশৃঙ্খল সড়ক নিশ্চিত করি” এ শ্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ওপেন হাউস’ডে অনুষ্ঠিত হয়েছে। হাসাড়া হাইওয়ে থানা পুলিশের আয়োজনে গতকাল বুধবার বেলা ১১ টায় ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন নিমতলা নামক স্থানে অবস্থিত সৈকত মার্কেটের তৃতীয় তলায় মুন্সীগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির অফিসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাসাড়া হাইওয়ের থানার অফিসার ইনচার্জ মোঃ আবজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশ নারায়নগঞ্জ সার্কেল অমৃত সুত্রধর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত, মুন্সীগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আঃ সালাম, সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা খায়ের মাঝি,সাধারন সম্পাদক আলহাজ্ব বকুল খান, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ উদ্দীন বাবুল। আরো উপস্থিত ছিলেন, তাজ আনন্দ পরিহনের এমডি মোঃ নিলু, গুনগুন পরিবহনের এমপি মোঃ নাহিদ। এছাড়া বিভিন্ন গাড়ীর মালিক, চালক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এসময় প্রধান অতিথি হাইওয়ে পুলিশ নারায়নগঞ্জ সার্কেল অমৃত সুত্রধর নিরাপদ ও সুশৃঙ্খল সড়ক নিশ্চিতের লক্ষ্যে সচেতনতা মূলক বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি বৈধ লাইসেন্স নিয়ে গাড়ীর চালকদের নিরাপদে গাড়ী চালানোর দিক নির্দেশনা দেওয়াসহ নিরাপদে গাড়ী চালানো জন্য হাইওয়ে পুলিশের পক্ষ সকল ধরনের সহযোগীর আশ্বাস প্রদান করেন।