সেনবাগের বীজবাগ সাবেক ইউপি চেয়ারম্যান জামাত শিবির ক্যাডার ল্যাংড়া হারুনের ত্রাসের রাজত্ব

নোয়াখালী সংবাদদাতাঃ সেনবাগ উপজেলা’র ৮নং বীজবাগ ইউপি’র ৩নং ওয়ার্ড কাজিরখিল গ্রামে গত ৩১শে জানুঃ ২০২১ইং-

অত্র এলাকার সাবেক চেয়ারম্যান হারুন [[ওরপে ল্যাংড়া হারুন]] এর সন্ত্রাসী বাহিনী নির্মমভাবে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন নিজ বসত ঘরে, দুই সহদর ভাই-

#আবদুল্লাহ_আল_মামুন ও #আবু_ছায়েদ’কে!!

তারা মাইজদী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের পিতা আবু তাহের বাদী হয়ে সেনবাগ থানায় ১৩ জনের নাম উল্লেখ্য করে একটা এজাহার দায়ের করেন,

কিন্তু দূঃখের বিষয় অদ্যাবধি সেনবাগ থানার মামলার আইও [এসআই] একজন আসামীকেও গ্রেফতার করতে পারেননি।

ইতোমধ্যে এজাহার ভূক্ত  ১০/১১/১২/১৩ নাম্বার আসামী আদালত থেকে জামিন নিয়ে আসেন,

বাকী আসামীরা ওয়ারেন্ট সহ এলাকায় অস্ত্র নিয়ে ঘুরাঘুরি সহ বাদী এবং বাদীর পরিবার’কে বিভিন্ন ভাবে হয়রানি ও হুমকি ধমকি দিতেছে।

এসব কর্মকান্ড সার্বক্ষনিক মামলার তদন্তকারী কর্মকর্তাকে অবহিত করলে, মতামতের উপর গত কয়েক দিন আগে ৪ নাম্বার আসামী-

#কামরুল_ইসলাম,পিতাঃ-হুমায়ুন ‘কে এলাকার সাধারণ জনগন আটকিয়ে রাখেন এবং তদন্তকারী অফিসারের হাতে তুলে দেন।

কিন্ত,উক্ত আসামী অসুস্থতার কথা বলে, সেনবাগ সরকারী হাসপাতালে ভর্তি হন এবং রাতে হাসপাতাল থেকে পলায়ন করেন।

এমতাবস্থায়, বাদীর পরিবার তদন্ত অফিসারের বিরুদ্ধে মৌখিক ভাবে অভিযোগ করেছেন, কি কারনে,কত টাকার বিনিময়ে অথবা কেন উক্ত মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী কামরুল কে ছেড়ে দেওয়া হইল।

এবং তাদের পরিবার আজ আতংকে দিন অতিবাহিত করছেন।এই বিষয়ে তারা সাংবাদিক সন্মেলন বা ভিডিও সাক্ষাতকারের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে দৈনিক এই আমারদেশ ও বাংলাদেশ সমাচারকে জানিয়েছেন।