স্বাস্থ্যবিধি মেনে চলছে ঈদ উদযাপন, করোনামুক্তি-বিশ্বশান্তির মোনাজাত

নিজস্ব প্রতিবেদকঃ আজ পবিত্র শাওয়াল মাসের প্রথম দিন। আজ ঈদ। এক মাস সিয়াম সাধনার পর, করোনা পরিস্থিতিতে দ্বিতীয়বারের মতো মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করছে দেশবাসী। এরই মধ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হয়েছে ঈদের প্রধান জামাত। আর এতে স্বাস্থ্যবিধি মেনে সামিল হন মুসল্লিরা।

জামাতে ইমামতি করেন সিনিয়র ইমাম মুফতি মিজানুর রহমান। বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে আজ পাঁচটি জামাত। সকাল আটটায় প্রথম জামাত শুরু হয়ে পৌনে ১১টায় পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে এর আগে সকাল ৬ টায় রাজধানীর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রথম জামাত। করোনামুক্তি ও মুসলিম উম্মাহসহ সারা বিশ্বের শান্তি কামনায় করা হয়েছে মোনাজাত।

এছাড়াও সারা দেশে ঈদের নামাজে করোনার স্বাস্থ্যসুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সবাইকে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।