হঠ্যাৎ কেন বৃদ্ধি পেল রামেরকান্দার যানজট

সোহেল মিয়া, কেরানীগঞ্জ প্রতিনিধিঃঃ কেরানীগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত শাক্তা ও রোহিতপুর ইউনিয়নের মধ্যবর্তী স্থান রামেরকান্দা। দিন দিন রামেরকান্দা যেন ক্যাফের শহরে পরিণত হচ্ছে।  প্রশাসনের অসহযোগিতায় দিন দিন বেড়েই চলেছে ক্যাফের সংখ্যা। ক্যাফের মধ্যে অপর্যাপ্ত গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে। যার কারণে রাস্তার মধ্যে গাড়ি পার্কিং করা হয়।  রাস্তার মধ্যে গাড়ি পার্কিং করার জন্য রাস্তার যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি হয়। পূর্বের তুলনায় এখন জনগণকে বেশি সময় এই ভোগান্তি পোহাতে হচ্ছে। শুধু যে যানজটই সমস্যা তা নয় এখন এইখানে বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনার সংখ্যা ও। কোন নিয়ম না মেনেই গাড়ি এক সাইট থেকে অন্য সাইটে ক্যাফের দিকে ঘোরাতে যেয়ে   ঘটে চলেছে সড়ক দুর্ঘটনা কবলিত ঘটনা। মানুষ নিরাপদভাবে এখন রাস্তা চলাচল করতে পারে না। দিন দিন বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা।  এছাড়া ও খাবারের মান নিয়েও আছে নানা অভিযোগ। খাবারের মান কি ঠিক মাত্রায় আছে নাকি তা নিয়ে আছে সংশয়। কেরানীগঞ্জ উপজেলা প্রসাশনের গভীরভাবে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যে মানুষের ভোগান্তি কমানো, সড়ক দুর্ঘটনা হ্রাস করা ও খাবারের সঠিক মান নিশ্চিত করার জন্য।