হাতীবান্ধায় স্বপ্ন প্রকল্পের ঔষধিয় চারা গাছ রোপন কর্মসুচির উদ্ধোধন

মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ বৃহশপতিবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গীমারী গ্রামের সীমান্ত এলাকার বিজিবি ক্যাম্প হয়ে ২ কিলোমিটার আঞ্চলিক সড়কের দু পার্শ্বে ৩ হাজার ৫ শত ঔষধীয় বাসক চারা গাছ রোপনের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়েছে।
সোশাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন ( ই,এস, ডি, ও) র সহোযোগিতায় উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহনে নারীর সামর্থ্য উন্নয়ন( swapno)প্রজেক্ট, লালমনিরহাট এর দারিদ্র বিমোচনে রাস্তার পাশে ঔষধি গাছ বাসক চারা রোপন কর্মসুচির উদ্ধোধনীয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু জাফর । বিশেষ অতিথি ইউ,এন,ও সামিউল আমিন। সিঙ্গীমারী ইউ পি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু এর সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক বাসক চারা গাছ রোপন করে শুভ উদ্ধোধন ঘোষনা করেন।