হায়দ্রাবাদ হাউজে বৈঠকে হাসিনা-মোদী (ভিডিও)

এই আমার দেশ ডেস্ক : দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে নয়া দিল্লির হায়দ্রাবাদ হাউজে বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবার দুপুরে তারা এ বৈঠকে বসেন। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার কথা।

সমঝোতা স্মারক ও চুক্তি সইয়ের পর দুই প্রধানমন্ত্রী কয়েকটি যৌথ প্রকল্প উদ্বোধন করবেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হায়দ্রাবাদ হাউজে মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন।

শেখ হাসিনা হায়দ্রাবাদ হাউজে পৌঁছালে প্রধান ফটকে গিয়ে তাকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী।

দ্বিপক্ষীয় বৈঠকের আগে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, ভারত প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ‘সর্বোচ্চ গুরুত্ব’ দেয়।

হায়দ্রাবাদ হাউজে শীর্ষ বৈঠকের পর বিকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে দেশটির রাষ্ট্রপ্রধান রামনাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন শেখ হাসিনা।

এরপর সফরকালীন আবাসস্থল হোটেল তাজমহলে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘টেগোর পিস অ্যাওয়ার্ড’ দেবে এশিয়াটিক সোসাইটি।

https://www.facebook.com/Hasan.Jahid.Tusher/videos/10157465673174705/?t=1