১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের চিন্তা সরকারের: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদকঃ মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ রূপ নেয়ায় সরকার আগামী ১৪ এপ্রিল থেকে আরো এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন দেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (৯ এপ্রিল) সকালে নিজ বাসায় সাংবাদিকদের একথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

করোনা সংক্রমণ বাড়তে থাকলেও জনগণ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে উদাসীন জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এ কারণেই সংক্রমণ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। যার ফলে সংক্রমণ কমাতে এবার সর্বাত্মক লকডাউনে যাওয়ার কথা ভাবছে সরকার।

সারাদেশে চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না বলেও জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

উল্লেখ্য যে, করোনা সংক্রমণ কমাতে চলতি মাসের ৫ তারিখ থেকে সাত দিনের জন্য লকডাউন দেয় সরকার। তবে, খোলা রাখা হয় অফিস ও শিল্পকারখানা। পরে লকডাউনের মধ্যেই চালু হয় গণপরিবহণ, খুলে দেয়া হয় দোকানপাট ও শপিংমল।