৫৪১ রানে ইনিংস ঘোষণা বাংলাদেশের

এই আমার দেশ ডেস্ক

প্রায় সাত সেশন আর ১৭৩ ওভার পর ৭ উইকেটে ৫৪১ রান করে ইনিংস ঘোষণা করেছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।

শুক্রবার সকালে ৪ উইকেটে ৪৭৪ রান নিয়ে খেলা শুরু করেছিল বাংলাদেশ।

দিনের ১৮ ওভার ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে আরও ৬৭ রান যোগ করতে পেরেছে টাইগাররা। তৃতীয় দিনে ফিফটি করেছেন মুশফিকুর রহীম ও লিটন দাস। মুশফিক অপরাজিত থাকেন ৬৮ রান করে।

তৃতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের অষ্টম টেস্ট অর্ধশতক তুলে নেন লিটন দাস। তবে এরপরই বিশ্ব ফার্নান্দোর বলে ওশাদার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান তিনি।

নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের সেঞ্চুরির সুবাদে ৪ উইকেটে ৪৭৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ।

দ্বিতীয় দিন আলোর স্বল্পতার কারণে ২৫ ওভার বাকি থাকতেই ওই দিনের খেলা শেষ করা হয়।

এর আগে বুধবার টেস্টের প্রথম দিনে ৩০২ রানে দিন শেষ করেছিল বাংলাদেশ। তামিম ইকবাল করেছিলেন ৯০ রান।

বাংলাদেশ ব্যাটসম্যানদের সামনে সুবিধা করতে পারেননি কোন লংকান বোলার।

তবে প্রথমদিন দুই উইকেট নেওয়া বিশ্ব ফার্নান্দো তৃতীয় দিন তুলে নিয়েছেন আরও দুই উইকেট।

এছাড়া ধনাঞ্জয়া ডি সিলভা ও লাহিরু কুমারা ও সুরাঙ্গা লাকমাল নিয়েছেন একটি করে উইকেট।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরি ও ইবাদত হোসেন চৌধুরি।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, নিরোশান ডিকভেলা, ভানিন্দু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্দো।