কবিতাঃচিলের শিকার,লেখকঃচাঁদনি সুলতানা

মোঃ তরিকুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক:

শিমুল গাছের উচু ডালে
চিল বসে আছে,
গাছের নিচে পুকুর পাড়ে
হাঁসের ছানা ভাসে।

সুযোগ পেয়ে দৌড়ে গিয়ে
ছো দিলো চিল,
হঠাৎ করে হাঁসের মালিক
মারল একটা ঢিল ।

ঢিল খেয়ে প্রাণপণে
পালালো সে চিল,
হাঁসের মালিক তখন
হাসল খিল খিল ।।

খাবার না পেয়ে ভাবল
চিল যাবে অন্যখানে ,
অমনি চিল হাঁসের ছানার
শব্দ পেলো কানে ।।

চিল বসলো বিলের
পাশের ওই ধানে,
দেখলো চিল মানুষ
নাইকো কোনো খানে।।

অমনি তখন ছো দিয়ে
হাঁসের ছানা নিলো ,
অনেক কষ্টে চিল
খাবার টুকু পেলো।।