নাগরপুরে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

মো:আরিফুল ইসলাম
নাগরপুর প্রতিনিধিঃ
 মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নাগরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার(১৯ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠিত এই সমাবেশে উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধাদের  ফুল ও জাতীয় পতাকা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ থেকেই আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার অনুপ্রেরণা পেয়েছিলাম। দেশ স্বাধীন হলেও যে অশুভ শক্তির বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি সেই অশুভ শক্তি এখনও শেষ হয়ে যায়নি তারা এখনো মাথা চাড়া দিয়ে উঠতে চায়। তারা কিন্তু এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আর এই ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করতে হলে নতুন প্রজন্ম কে এগিয়ে আসতে হবে। এছাড়াও মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ করে মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বীর প্রতীক, কাজী আশরাফ হোসেন, এডভোকেট শামসুল আলম শাজাদা, আবদুল্লাহ বীর প্রতীক, শামসুল হক, নাগরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: হুমায়ুন কবির, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন তালুকদার, নাগরপুর থানা তদন্ত অফিসার জাহাঙ্গীর আলম, সদ্য সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস আলী, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান প্রমূখ।