মানিকগঞ্জে পাওয়ার টিলার খালে মৃত্যু-২

সাকিব আহমেদ, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পাওয়ার টিলার উল্টে দুজন নিহত হয়েছে। শুক্রবার রাতে হরিরামপুর উপজেলার চরাঞ্চলের আজিমনগর ইউনিয়নের সোয়াখা গুচ্ছ গ্রামের পাশে জমি চাষ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে এনায়েতপুর গ্রামের মানিকের ছেলে মোঃ রুস্তম (২১) এবং শালেপুর চরফদ্রাশন,  ফরিদপুর জেলার আব্দুর রাজ্জাকের ছেলে
মোঃ আশাফুল (২০)।
স্থানীয়রা জানান, আজিমনগর ইউনিয়নের সোয়াখা গুচ্ছ গ্রাম প্রকল্পের মাথায়,  সোয়াখা খালে ট্রাক্টর চালক ও সহযোগী চাপা পড়ে আছে। শুক্রবার রাতের কোন একসময় ঘুমের মধ্যে চালাতে গিয়ে ট্রাক্টরসহ সোয়াখা (মরা খাল) খালে ট্রাক্টরের নিচে চাপা পড়ে।  ট্রাক্টরসহ লাশ চাপা পড়ে আছে।
আজিমনগর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, আমার ইউনিয়নে ট্রাক্টর দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।  আমি রাস্তায় আছি, স্পটে যাচ্ছি।
স্থানীয় এনায়েতপুর গ্রামের মোঃ নাসির উদ্দিন বলেন, আজিমনগর ইউনিয়নের সোয়াখা গুচ্ছ গ্রাম প্রকল্পের মাথায়,  সোয়াখা খালে ট্রাক্টর চালক ও সহযোগী চাপা পড়ে আছে। নিহত দুজনের মধ্যে এনায়েতপুর গ্রামের মানিকের ছেলে মোঃ রুস্তম (২১) এবং শালেপুর চরফদ্রাশন,  ফরিদপুর জেলার আব্দুর রাজ্জাকের ছেলে
মোঃ আশাফুল (২০)।  রাতের কোন একসময় ঘুমের মধ্যে চালাতে গিয়ে ট্রাক্টরসহ সোয়াখা (মরা খাল) খালে ট্রাক্টরের নিচে চাপা পড়ে।  দুজন মারা গেছেন। নিহত রুস্তম আমাদের এনায়েতপুর গ্রামের।
এ ব্যপারে হরিরামপুর থানা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, চরাঞ্চলের আজিমনগর ইউনিয়নের সোয়াখা এলাকার সোয়াখা খালে ট্রাক্টর দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে ।  তদন্ত ওসি মোঃ তৌহিদুল ইসলামকে চরাঞ্চলে পাঠানো হয়েছে বলে জানান তিনি।