বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় ৫২ তম  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

বুলবুল আহম্মেদ বুলু বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস – ২০২২ পালন করা হয়েছে। ২৫ মার্চ দিবাগত সন্ধ্যা রাতে বদলগাছী উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন করা হয়। রাত ৯ টা ০১ মিনিটে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হয়। ২৬ মার্চ প্রত্যুষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের সূচনা করেন বদলগাছী থানা পুলিশ। এরপর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান এবং উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন সহ পরিষদ ও প্রশাসনের কর্মকর্তা গণ। এরপর থানা পুলিশ, বিভিন্ন দপ্তর, রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর কুচকাওয়াজ, শারীরিক কসরত,ডিসপ্লে এবং ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেলা ১২ টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় এবং মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করা হয়। বাদ জোহর উপজেলা পরিষদ জামে মসজিদে বিশেষ মোনাজাত করা হয়। এরপর প্রীতি ফুটবল ম্যাচ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।