নড়াইলে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ এসপি প্রবীর কুমার রায়

উজ্জ্বল রায়, নড়াইল থেকে :
নড়াইলে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ। এসপি প্রবীর কুমার রায়। দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।”চাকরি নয়, সেবা।”প্রতিপাদ্যকে সামনে রেখে ইং ২৯/৩/২০২২ তারিখ সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ উপলক্ষ্যে নড়াইল পুলিশ লাইন্স ড্রিলসেডে নিয়োগ ডিউটি সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ব্রিফিং করেন নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার, নড়াইল। ব্রিফিং এর শুরুতে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রেরিত ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত ভিডিওটি সংশ্লিষ্ট  সকলের উদ্দেশ্যে প্রদর্শন করা হয়।পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, আগামীকাল ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদের নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করতে হবে। আমরা নিরপেক্ষভাবে সবচেয়ে যোগ্য, মেধাবী ও সেরা প্রার্থীদের নির্বাচন করব।  তিনি আরো বলেন, রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আধুনিক, জনবান্ধব ও সেবাধর্মী পুলিশি ব্যবস্থা বিনির্মাণের লক্ষ্যে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ পুলিশে   দক্ষ, সাহসী ও চ্যালেঞ্জ গ্রহণে সক্ষম জনবল নিয়োগ করা হবে। এ সময় তিনি নিয়োগ ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ও ফোর্সদের পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রেরিত নির্দেশনাসমূহ বুঝিয়ে দেন এবং তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিভিন্ন নির্দেশনা ও সতর্কতামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ; এস, এম, কামরুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্ , নড়াইল সহ নিয়োগ ডিউটি সংশ্লিষ্ট জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।