মোরেলগঞ্জে ওয়ার্ল্ড ভিশন কর্তৃক ট্যাংক ও শিক্ষা উপকরণ বিতরণ

এনায়েত করিম রাজিবঃ
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
মোরেলগঞ্জে আন্তর্জাতিক বেসরকারী সাহয্য সংস্থা ওয়ার্ল্ড ভিশন কর্তৃক পানির ট্যাংক ও শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ।
৫ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাব ও
উপজেলা পরিষদ চত্তরে ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ এরিয়া প্রোগ্রামের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু। বিশেষ অথিতি ছিলেন ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক মোজাম, কাউন্সিলর মো. ইউনুস আলী সরদার
ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো.মনিরুল ইসলাম প্রমূখ। প্রোগ্রাম অফিসার নিজাম উদ্দিনের পরিচালনায় এ সভায়
স্বাগত বক্তব্য রাখেন এপি ম্যানেজার লাভলী লাকী বিশ্বাস। সভশেষে ১২১টি হতদরিদ্র পরিবার ও ৪টি প্রতিষ্ঠানে ১টি করে পানির ট্যাংকি ও শিশুদের মাঝে শিক্ষা উপকরণ খাতা
বিতরণ করা হয়। পর্যায়ক্রমে এ উপজেলার ২৭৮০ জন শিশুর মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হবে বলে সংস্থার পক্ষ থেকে
জানানো হয়।