কোরবানির ঈদকে সামনে রেখে দামুড়হুদা ডুগডুগি পশুহাটে উপচে পড়া ভিড়

ইমরান হোসেন: চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী পশুহাট এর মধ্যে অন্যতম দামুড়হুদ ডুগডুগি পশুহাট। আগামী ঈদুল আযহা কে সামনে রেখে আশেপাশের কয়েক জেলা থেকে ক্রেতা বিক্রেতারা এসে ভিড় জমিয়েছে ডুগডুগি পশুহাটে। গত কয়েক বছরের তুলনায় এবারের লোকসমাগম কয়েক গুনে বেশি। এখান থেকে পশু পাইকারি ক্রেতারা গরু, ছাগল, ভেড়া ও মহিষ ক্রয় করে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যায়। এবং এখানে চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহ থেকে পাইকারি ও খুচরা বিক্রেতারা পশু কেনাবেচার জন্য আসেন। এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে বলেন, গত কয়েক বছরের তুলনায় এবার পশুর আমদানি বেশি। দেশের কয়েকটি জেলা বন্যা কবলিত হওয়ায় সেখান থেকে বিভিন্ন পশু ট্রাক ভর্তি করে এই বাজারে এসেছে ভালো দাম পাওয়ার আশায়। পর্যাপ্ত পরিমাণ পশু আমদানি হওয়াই ক্রেতাদের ভিতর রয়েছে স্বস্তির ছোঁয়া। অপরদিকে মাংসের দাম বেশি হওয়ায় বাজারে উদয়কৃত পশুর দাম বেশি পাওয়ায় কৃষক ও বিক্রেতাদের মুখে রয়েছে অমলিন হাসি। দৈনিক এই আমার দেশ পত্রিকার প্রতিনিধি একজন গরু বিক্রেতার সাথে কথা বলে। বর্তমান বাজার ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে, মহেশপুরের কৃষক আমিনুল ইসলাম বলেন, বর্তমান গরুর দাম বেশি থাকায় আমি বেশ লাভবান হয়েছি আমি এতেই অনেক সন্তুষ্ট। অন্যদিকে আলমডাঙ্গা থেকে কোরবানির জন্য পশু ক্রয় করতে আসা বিল্লাল হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়। পর্যাপ্ত পরিমাণ কোরবানির জন্য পশু আমদানি হওয়ায় কোরবানির পশু কিনতে কোন অস্বস্তিতে পড়তে হয়নি দামও ছিল নাগালের ভেতর। সর্বসাকুল্য বলা যায় ক্রেতা ও বিক্রেতার মাঝে রয়েছে স্বস্তির হাসি।